খুলনা বিভাগসারাদেশ

মণিরামপুরে চাঞ্চল্যকর রফি হত্যাকান্ডে ৫ জন আটক

যশোর প্রতিনিধি: যশোর মণিরামপুরে চাঞ্চল্যকর সাবেক চরমপন্থী নেতা রফিকুল ইসলাম রফি (৫০) হত্যাকান্ডের ঘটনায় ৫ চরমপন্থী সদস্য আটকের মধ্যদিয়ে হত্যাকান্ডের ক্লু-উদঘাটন হয়েছে বলে পুলিশের দাবী। আটক অভিযানের সময় একটি দোনালা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও খুনিদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানা যায়।শনিবার এক ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করেন যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ ব্রিফিংএ দাবী করা হয়, গত শুক্রবার যশোর ডিবি, অভয়নগর ও মণিরামপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মণিরামপুর ও অভয়নগর এলাকা থেকে সাবেক চরমপন্থী নেতা রফিকুল ইসলাম রফি হত্যাকান্ডে জড়িত ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হেলাল ভূঁইয়া (২০), মো. সেলিম (২২), হাসান আলী, (৩৫), সমীরণ পাঁড়ে (৫৪) ও তাপস মোড়ল (৩৮)। তারা নিউ পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির সদস্য এবং তারা পুলিশের জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহত রফিকুল ইসলাম রফি এক সময় একই চরমপন্থী দলের সদস্য ছিল। কৌশলে তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সাবেক চরমপন্থী নেতা রফিকুল ইসলাম হত্যা মামলা চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ৫ জনকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, উপজেলার মধুপুর এলাকার মৃত আসমত বিশ্বাসের পুত্র রফিকুল ইসলাম রফি (৫০) কে গত ৯ জুলাই দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আলোচিত ক্রাইম পয়েন্ট কুচলিয়া-দিগঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মণিরামপুর-নওয়াপাড়া সড়কে গুলি করে ও গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা। প্রকাশ্য দিবালোকে সাবেক চরমপন্থী নেতা হত্যাকান্ডের পর এলাকায় অজানা আতংক ছড়িয়ে পড়ে। এর পরপরই হত্যাকান্ডের ক্লু উদঘাটনের জন্য মণিরামপুর থানা পুলিশসহ জেলা পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখা মাঠে নামে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার দেয়া হয় ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমানের উপর। হত্যাকান্ডের পর নিহতের পরিবারসহ কয়েকটি সূত্র দাবী করেন, চরমপন্থী দল ছেড়ে রফিকুল ইসলাম রফি স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসার অংশ হিসেবে ভাড়ায় ইজিবাইক চালাতেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button