শিক্ষাঙ্গন

এমপিওভুক্তির জন্য ৯৮০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত

৯৮০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য এর সারসংক্ষেপ তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এর ঘোষণা করা হলেও গেল ১ জুলাই থেকে এমপিওভুক্তি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টজন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির জন্য বুয়েটের তৈরি করা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এবার শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। এমপিওভুক্তির নীতিমালা-২০১৮-অনুযায়ী, এসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে।

প্রসঙ্গত, এমপিওভুক্তির জন্য এর আগে মন্ত্রণালয় এক হাজার ৭৬৭টি স্কুল ও কলেজের তালিকা চূড়ান্ত করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button