খেলালিড নিউজ

জিতলেই ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচে জিততে পারলেই ফাইনালে চলে যাবেন টাইগাররা। এমনটি ঘটলে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হবে মাসাকাদজাদের।

এখন পর্যন্ত সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে তিন দলই। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আফগানিস্তান। ফলে তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। এক জয়ে ও এক হারে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। কোনো জয় না পাওয়ায় টেবিলের তলানিতে জিম্বাবুয়ে।

বুধবার জিম্বাবুয়েকে হারাতে পারলে ৪ পয়েন্ট হবে বাংলাদেশের। স্বভাবতই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার ছাড়পত্র পাবেন সাকিবরা। কারণ পরের ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও সান্ত্বনার ২ পয়েন্ট নিয়ে থাকতে হবে মাসাকাদজাদের।

ঢাকা পর্ব শেষে এদিন থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম অধ্যায়। সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button