সারাদেশ

ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে (১৪ বিজিবি)র পৃথক পৃথক অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ী আটক। পতœীতলা ১৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান জানান, ধামইর হাট পাগলা দেওয়ান বিওপির নায়েক সুবেদার ইদ্রিস আলীর নেতৃত্বে ১৯ মার্চ রাত ১ টায় জয়পুরহাট জেলার তেরগাতী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিল সহ ঘটনাস্থল হতে তেরগাতী গ্রামের জবেদ মন্ডলের ছেলে তানজিদ হোসেন (৪০) কে আটক করে।

একই দিন ভোর ৪ টায় কালুপাড়া বিওপির হাবিলদার সেলিম হোসেনের নেতৃত্বে উপজেলার ওস্তমাবাদ গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ জগৎতনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মিল্লাত হোসেন (২৪) ও জাহানপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে আঃ গফুর (৪০) কে ঘটনাস্থল হতে আটক করে। আপর দিকে পাগলা দেওয়ান ক্যাম্পের বিজিবি সদস্যরা সকাল ৭ টায় উপজেলার রুপনারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক কৃত মাদক দ্রব্যের সিজার মুল্য ১ লাক ৬ হাজার ৮শ টাকা বলে বিজিবি সুত্রে জানা যায়। ধৃত চোরাকারবারীদের মাদক মামলা দিয়ে নিকটস্থ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে অধিনায়ক জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button