স্বাস্থ্য

ইমপেটিগো : শিশুদের চর্মরোগ

ইমপেটিগো বাচ্চাদের একটি সাধারণ রোগ। এটি এক ধরনের ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ, যা staphylococcus aureus জাতীয় ব্যাকটেরিয়া আক্রমণে হয়ে থাকে।

সাধারণত এটি নাকের নিচে ও মুখমন্ডলে হয়ে থাকে। এছাড়া নিতম্ব, বাহু ও পায়েও হতে পারে। অনেক সময় এটি ত্বকের কোনো কাটাছেঁড়া থেকে বা চিকিৎসা না হওয়া দেহের কোনো ইনফেকশন অথবা খোস-পাঁচড়া, পোকামাকড়ের কামড় বা ত্বকের কোনো ফাংগাল ইনফেকশনের কারণে হতে পারে।

চর্ম রোগের লক্ষণ :

১. আক্রান্ত স্থানে রসপূর্ণ ফোস্কা হয়, পরে পুঁজ জমে বেশ ঘোলাটে দেখায়।

২. পরে এগুলো ফেটে হলদে বর্ণের মামড়ি পড়ে এবং চক্রাকারে অনেকটা দাদের মতো হয়।

৩. ক্ষতগুলোতে প্রায়ই চুলকানি ও জ্বালা করে এবং অনবরত চুলকানির ফলে ইনফেকশন চারিদিকে ছড়িয়ে পড়ে।

চিকিৎসা : সাধারণত অ্যান্টিবায়োটিক মলম এবং মুখে খাওয়ার ওষুধ দিয়ে এ রোগের চিকিৎসা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button