রাজশাহী বিভাগসারাদেশ

দুপচাঁচিয়ায় করোনায় প্রথম রোগী মৃত্যু

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রথম কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ১৬জুন মঙ্গলবার সকালে এজে নূর মাহমুদ জাকির(৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের চকসুখানগাড়ী গ্রামের আব্দুল বারিক এর ছেলে এবং দুপচাঁচিয়া নিউ মার্কেটে অবস্থিত মাহমুদ গার্মেন্টস এর স্বত্বাধিকারী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে তার করোনা উপসর্গ দেখা দিলে পরিবারের পক্ষ থেকে গত ১২জুন তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে ননুমা পরীক্ষা করান। নমুনার ফলাফলে করোনা পজেটিভ হওয়ায় তিনি হোম আইসুলেশনে ছিলেন। গত ১৫জুন সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button