আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন: ট্রায়ালে সাফল্যের কথা জানিয়েছে অনেক দেশ

বিশ্বের বিভিন্ন দেশ সম্প্রতি তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে সফল হওযার কথা জানিয়েছে, যা করোনাভাইরাসের সংকটময় এ পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে আশা জাগিযেছে।

এছাড়া, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভ্যাকসিন প্রার্থীদের প্রতি উদ্দেশ্যমূলক, যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

গত সোমবার চারটি দেশ তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের নতুন গবেষণার ফলাফলের কথা জানিয়েছে।

মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক নতুন গবেষণায় চীনা বিশেষজ্ঞরা জানান, তারা করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে প্রমাণ পেয়েছেন।

গামালেয়া বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউটের সাথে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালগুলো সফলভাবে সম্পন্ন করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া, নিজেদের পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর বলে ঘোষণা দিয়েছে জার্মান বায়োটেক সংস্থা বায়োএনটেক এবং মার্কিন ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন ফাইজার।

চলতি মাসের শুরুতে কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষার অগ্রগতির কথা জানিয়েছে অন্যান্য বিভিন্ন দেশের গবেষণা ইনস্টিটিউটগুলো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button