বিজ্ঞান ও প্রযুক্তি

ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে স্মার্টফোন, Apple ও Samsung এর বিরুদ্ধে মামলা আদালতে

Apple ও Samsung স্মার্টফোন থেকে ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে। সেই কারনে এবার মামলা হল আদালতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাকারীর অভিযোগ iPhone 7 Plus, iPhone 8, and iPhone X,  Samsung Galaxy S8 আর Galaxy Note 8 ফোনগুলি থেকে ক্ষতিকর সীমার বেশি বিকিরণ হচ্ছে।

যে কোন স্মার্টফোনের ক্ষতিকারক বিকিরণ মাপার জন্য স্পেসিফিক আবসর্পশন রেট ( SAR) মাপা হয়। মানব দেহ মোবাইল ফোন থেকে নির্গত বিকিরণ কতটা শোষন করতে পারে তা পরিমাপ করা হয় SAR ভ্যালু থেকে।

FCC জানিয়েছেন, “অনেকেই মনে করেন কম SAR ভ্যালুর স্মার্টফোন ব্যবহার করলে ক্ষতি কম হয়। এছাড়াও বেশি SAR ভ্যালুর ফোন ব্যবহারের থেকে কম SAR ভ্যালুর ফোন ব্যবহারে নিজেদের সুরক্ষিত মনে করেন অনেকেই।”

FCC -র তথ্য অনুযায়ী প্রতি কিলোগ্রামে 1.6 ওয়াট পর্যন্ত বিকিরণ মানব দেহের জন্য সুরক্ষিত।

Apple জানিয়েছেন, “সব iPhone 7 সহ সব iPhone মডেল FCC সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও যত দেশে iPhone বিক্রি হয় সব দেশের নির্দিষ্ট সার্টিফিকেশন পাস করেছে কোম্পানির সব স্মার্টফোন।”

যদিও এই মামলার প্রসঙ্গে এখনও কোন মন্তব্য করেনি Samsung।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button