স্বাস্থ্য

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদকে জানিয়েছেন, চিনের করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে তার জন্য সতর্ক ব্যাবস্থা নেয়া হয়েছে।বিমান বন্দর থেকে শুরু করে সারাদেশে এই সতর্কতা জারি করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা জানান।

মন্ত্রী সংসদকে জানান, করোনা ভাইরাস রোধে ইতিমধ্যে বিমান বন্দরে স্ক্যানার বসানো হয়েছে। যারা আসবেন তাদের বডি টেম্পারেচার দেখে বোঝা যাবে তিনি আক্রান্ত কি-না। এছাড়া প্রত্যেক যাত্রীকে একটি ফর্ম দেয়া হবে। পরে তার জ্বর হলে যেনো সঠিক চিকিৎসা করা যায়।

মন্ত্রী আরো বলেন, আমাদের শহরের বাতাসের মান উন্নত করতে হবে। নগর বর্জ্য ব্যাবস্থাপনাকে আরো আধুনিক করতে হবে যাতে রোগ না ছড়ায়।
তিনি স্বাস্থ্যখাতে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উল্লেখ করে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button