শিক্ষাঙ্গন

ঢাবির ‘চ’ ইউনিটে ৯৭.৫০ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) চারুকলা অনুষভুক্ত ‘চ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এবার ‘চ’ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ ফেল করেছেন ৯৭.৫০ শতাংশ ভর্তিচ্ছু।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

‘চ ইউনিটের ফল জানতে পারবেন মোবাইলের মাধ্যমে। মোবাইলের থেকে DU স্পেস CHA স্পেস (ভর্তিপরীক্ষার রোল নম্বর) টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে ‘চ’ ইউনিটের ফল।

প্রসঙ্গত, গেল ১৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ সেশনে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার একজন। অর্থাৎ আসন প্রতি লড়েছেন ১১৮ জন শিক্ষার্থী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button