বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় শেখ জামাল সেতুতে বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে গার্ডারের সুরক্ষা দেয়াল

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় সোনাতলা নদীর উপর নির্মিত শেখ জামাল সেতুর দুটি গার্ডারে বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে সেতুর সুরক্ষা দেয়াল (ফান্ডার পাইল)। এসময় ভেঙ্গে পড়া পাইলের ধাক্কায় মাছধরারত নুরুল ইসলাম নামের এক জেলে তার নৌকাসহ পানিতে তলিয়ে যায়। পরে তিনি সাঁতরে ওই বলগেটে ওঠেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার এ ঘটনায় বলগেটসহ ৪ জনকে আটক করেছে কোষ্টগার্ড নিজামপুর স্টেশন।
কোস্টগার্ড জানায়, বালু বোঝাই (৩২ হাজার ৫’শ সিএফটি) এমভি ফাহিম মোল্লা নামের বলগেটি খাজুরা থেকে পায়রা বন্দর যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে শেখ জামাল সেতুর গার্ডেরর সুরক্ষা দেয়ালে (ফান্ডার পাইল) আছড়ে পড়ে। এতে দুটি গার্ডারের ৮টি পাইল তলিয়ে যায়। বলগেটির মালিক ঢাকার ডেমরা বকুল মোল্লা। জেলে নুরুল ইসলাম জানান, তা নৌকাসহ ছিপ বড়শি সব শেষ হয়ে গেছে। বলগেটের সুকানী শফিক বলেন, প্রচন্ড স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে এ
দুর্ঘটনা ঘটেছে।
কোস্টগার্ড নিজামপুরের কমান্ডিং অফিসার মো. হুমায়ুন কাদির জানান, বিষয়টি কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা, পটুয়াখালী সড়ক ও জনপথকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা তারা গ্রহন করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button