জাতীয়শিক্ষাঙ্গন

জাবি ভিসি কি আজ পদত্যাগ করছেন?

উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ নানা অভিযোগ অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কি আজ পদত্যাগ করতে যাচ্ছেন? একই ধরণের অভিযোগ নিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাসির গতকাল পদত্যাগ করতে বাধ্য হন। তিনি পদে থাকতে নানা ফন্দি-ফিকির করেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। ভিসি নাসিরের পদত্যাগের পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদেরও প্রত্যাশা ভিসি ফারজানা স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম এই নারী উপাচার্যের বিষয়ে অভিযোগ তিনি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করেছেন। উন্নয়ন প্রকল্পের টাকায় ছাত্রলীগকে ঈদ সালামি দিয়েছেন। তার স্বামী ও ছেলেও এই দুর্নীতি সঙ্গে জড়িত বলে জাবি ছাত্রলীগের নেতারা সরাসরি অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ফারজানা ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজকের মধ্যে পদত্যাগের আলটিমেটাম বেধে দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার তিনি পদত্যাগ না করলে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’–এর ব্যানারে এক মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগের নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেয়ার অভিযোগ তদন্তসহ তিন দফা দাবিতে তাদের এ আন্দোলন। এছাড়া ‘পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা’ ছাড়া এসব উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষতি করা হচ্ছে বলেও অভিযোগ সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের। এসব দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুদফা বৈঠকে সমঝোতা হয়নি। এ কারণে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত ‘উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে উপাচার্যকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় বেধে দেন তারা।

গতকালের কর্মসূচিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে দুর্নীতিগ্রস্ত কাউকে দীর্ঘ সময় রেখে দিলে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় সুনাম অর্জন করা যাবে না। তাই দুর্নীতিগ্রস্ত এই উপাচার্যের পদত্যাগ ও তার দুর্নীতির যথাযথ বিচার এবং এই দুর্নীতিতে সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে।’

কর্মসূচিতে অংশ নেয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ভিসির পদত্যাগের আলটিমেটাম শেষ হতে চলেছে। কিন্তু ভিসি এখন পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রতি কর্ণপাত করেননি। আর মাত্র একদিন সময় আছে। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে ভিসিকে লাল কার্ড দেখানো হবে।

কর্মসূচিতে অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার প্রমুখসহ ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় পদত্যাগের জন্য ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে ১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button