জাতীয়

প্রথম আলোর সাংবাদিক করোনায় আক্রান্ত

প্রথম আলো পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। পত্রিকা প্রকাশের জন্য সাংবাদিকদের বাসায় অবস্থান করতে বলা হয়েছে। পত্রিকার ‘প্রায় শতভাগ কাজ’ তারা বাসা থেকেই সম্পন্ন করছেন।

প্রথম আলোর অনলাইনে প্রকাশিত প্রতিবেদেনে বলা হয়েছে, তাদের সেই জ্যেষ্ঠ সাংবাদিক বেশ কিছুদিন ধরে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর গতকাল সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণে এই দুর্যোগকালীন অবস্থায় প্রথম আলোর প্রধান কার্যালয় কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে। সংবাদকর্মীরা বাসায় থেকেই কাজ করবেন।

প্রথম আলোর হেড অব রিপোর্টিং শরিফুজ্জামান পিন্টু জানান, আমাদের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো তার এবং তার পরিবারের পাশে রয়েছে।

এর আগেও বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। দীপ্ত টিভি কর্তৃপক্ষ তাদের সংবাদ প্রচার দুই সপ্তাহ স্থগিত করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button