চট্টগ্রাম বিভাগসারাদেশ

হাসপাতালে ভর্তির পাঁচঘণ্টা পর সিএমপির সার্জেন্টের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’তে কর্মরত মাহবুবুর রহমান (৪৮)। তিনি ট্রাফিক-উত্তর বিভাগে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তবে তার করোনার উপসর্গ ছিল কিনা বা করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে সিএমপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য জানা যায়নি।

সিএমপি সূত্র জানায়, মাহবুবুর রহমান পাবনা জেলার সাথিয়া থানাধীন এলাকার মৃত তালেবুর রহমান পুত্র।

সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক মহিউদ্দিন খান জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে ৯টায় মারা যান। মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদরঘাট ট্রাফিক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সিএমপি সূত্র জানায়, সার্জেন্ট মাহবুব ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন। তিনি চাকরি জীবনে ডিএমপি, হাইওয়ে রেঞ্জ, সিলেট জেলা ও সিএমপিতে দায়িত্ব পালন করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button