সারাদেশ

আত্রাইতে এবার ৪৮ মন্ডপে হবে দূর্গাপূজা

আত্রাই প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলায় এবার সনাতন ধর্মাবলীদের সর্ববৃহৎ সারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ । মালাকারেরা এখন দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরিতে। চলছে কাঁদা,মাটি,খড়,কাঠ আর প্রতিমা নিয়ে এখন দিন-রাত কাটাচ্ছেন তারা। প্রতিমা সৌন্দর্য্য আর চাকচিক্য নিয়ে বিভিন্ন মন্ডপে চলছে নীরব প্রতিযোগীতা মঙ্গবার আত্রাই উপজেলার পাঁচুপুর কালিমন্দিরের আরচালায় প্রতিমা তৈরির মালাকার জুগল মালাকারের সঙ্গে কথা বললে তিনি জানান, এবার ১১টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন তিনি। উপকরণের দাম বেশি হওয়ায় বর্তমানে প্রতিসেট প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে ২৫থেকে ৩০ হাজার টাকা। উপজো পূজা উদযাপ কমিটির উপদেষ্টা বরুন কুমার সরকার ও রণজিৎ কুমার পাল বলেন, প্রতিমা তৈরির মজুরী গতবারের তুলনায় এবার অনেকটা বেশি। অন্যদিকে মন্ডপ নির্মানের ব্যয় বেড়েছে দেড়গুন। এবার উপজেলায় ৪৮টি মন্ডপে সারদীয়া দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। মন্ডপ গুলো হচ্ছে সাহেবগঞ্জ পালপাড়া কালিমাতা দূর্গা মন্ডপ, পাঁচুপুর কালিমাতা দূর্গা মন্ডপ, পাঁচুপুর পালপাড়া দূর্গা মন্ডপ, বিপ্রোবোয়ালীয়া দূর্গা মন্ডব,বুড়িমাতলা কালিদূর্গা মন্ডপসহ উপজেলায় ০৮টি ইউনিয়নে ৪৮টি দূর্গা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন এবার উপজেলায় কোন ঝুকি পূর্ণ মন্ডপ নাই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button