রাজশাহী বিভাগসারাদেশ

পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালকের টিএমএসএস’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ গত মঙ্গলবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
টিএমএসএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে হোটেল মম ইন এর কনফারেন্স হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরডিএ মহাপরিচালক খলিল আহমদ বলেন, দেশের উন্নয়নে গ্রামকে গুরুত্ব দিতে হবে। দারিদ্র্য শুন্য মডেলের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সভায় টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, টিএমএসএস স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুসরণ করে পরিচালিত হয়। এ সময় তিনি সংস্থা পরিচালিত বিভিন্ন র্কাযক্রম ও পরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন, টিএমএসএস এর উপ-র্নিবাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান সহ সংস্থার বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও আরডিএ‘র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ।
উল্লেখ্য আরডিএ‘র মহাপরিচালক পদাধিকার বলে টিএমএসএস এর পরিচালনা পর্ষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button