চট্টগ্রাম বিভাগসারাদেশ

করোনা : চট্টগ্রামে ৪৩১ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৩৪ জন

,চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৪ জন; এর মধ্যে ২৯ জন নগরীর ও ৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৮০৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৫২ জন নগরীর ও ৪ হাজার ৬৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫১ জন; এর মধ্যে ১৭৩ জন নগরীর ও ৭৮ জন উপজেলার বাসিন্দা।

রোববার (১৬ আগষ্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার(১৫ আগষ্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় নগরীর ৪ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে নগরীর ১২ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৪ জনের নমুনার মধ্যে নগরীর ৬ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের করোনা পরীক্ষা করে ১ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫ জনের মধ্যে লোহাগাড়া, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাইয়ের একজন করে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৬ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫২১ জন করোনা রোগী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button