জাতীয়

‘৫৫ বছরের নিচে কেউ টিকার নিবন্ধন করতে পারবেন না’

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সম্মুখ যোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন না।

তবে ৫৫ বছরের নিচে সম্মুখ যোদ্ধাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন আগেই সম্পূর্ণ করে রাখবে বলেও জানান তিনি।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে গোল-ই আফরোজ কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন পলক।

এসময় প্রতিমন্ত্রী ৫৫ বছরের  নিচে সম্মুখ যোদ্ধাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করেন।

স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জন প্রতিনিধিদের কেন্দ্রীয়ভাবে তালিকা না পাঠানো হলে স্ব-স্ব জেলার স্বাস্থ্য বিভাগে তালিকা প্রদানের অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সঠিকভাবে টিকা প্রদানের জন্য পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button