খেলা

যখন সঠিক মনে হবে, তখনই অবসর নেবে ধোনি : শাস্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটে এখন একটাই প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনি কবে অবসর নেবেন? ভারতের জাতীয় দলে তার ভবিষ্যৎ কী? ধোনির ভবিষ্যৎ নিয়ে মানুষের প্রবল কৌতূহল, জিজ্ঞাসায় বিরক্ত বিরাট কোহালিদের হেড কোচ রবি শাস্ত্রী। তার সাফ বক্তব্য, এই মুহূর্তে ধোনির ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত মন্তব্য করে কিংবদন্তি ক্রিকেটারকেই অসম্মান করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।
বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনিকে নিয়ে আলোচনা তুঙ্গে। প্রায় প্রতিদিনই মাহির অবসর নিয়ে জল্পনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পত্রপত্রিকায় তার অবসর নিয়ে মুখরোচক সব খবরও প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ধোনি অবশ্য তার অবসর নিয়ে একটি শব্দও খরচ করেননি। তাতে ভারতের ‘রাঁচীর রাজপুত্র’কে নিয়ে বেড়েছে প্রশ্ন, জল্পনা।
শাস্ত্রী তার নিজস্ব ভঙ্গিতে বলেন, ‘ধোনিকে নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের অর্ধেকও নিজের জুতোর ফিতে বাঁধতে শেখেননি। দেশের জন্য ধোনি কী করেছে, সেটা তো আগে ভাল করে দেখা উচিত! ধোনিকে এত তাড়াতাড়ি অবসর নিতে কেন দেখতে চাইছেন মানুষ, সেটাই তো বুঝতে পারছি না। মনে হয় মানুষ কথা বলার আর বিষয় খুঁজে পাচ্ছেন না। ধোনিকে যারা চেনেন, তারা জানেন খুব তাড়াতাড়ি ধোনি অবসর নেবে। ফলে সেই সময়ের জন্য অপেক্ষা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করার অর্থই হল, ওকে অসম্মান করা। ভারতের হয়ে ১৫ বছর ধরে খেলার পরে ধোনি কি জানে না কবে ওর অবসর নেওয়া উচিত? টেস্ট ক্রিকেট থেকে যখন সরে দাঁড়াল, তখন ও কী বলেছিল? ঋদ্ধিমান সাহা উপযুক্ত উইকেটকিপার। ধোনি ঠিক কথাই বলেছিল সেই সময়ে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ধোনি জানে কখন অবসর নিতে হবে। তাই ও যখন মনে করবে, তখনই অবসর নেবে। ধোনির অবসর নিয়ে তর্ক-বিতর্ক বন্ধ হওয়া উচিত বলেই আমি মনে করি।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button