আন্তর্জাতিকশিক্ষাঙ্গন

ছাত্র-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

ছাত্র-পুলিশ সংঘর্ষে রণক্ষত্রের আকার ধারণ করেছে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ঘিরে ঘটনার সূত্রপাত। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সোমবার সমাবর্তন অনুষ্ঠান চলার সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবি, অধিকাংশ ছাত্রছাত্রী দরিদ্র। এই পরিস্থিতিতে হোস্টেলের ফি বেড়ে গেলে সমস্যায় পড়বেন তারা। তাই ফি কমানোর ন্যায্য দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এসময় তাদের ওপর লাঠি চালায় পুলিশ। পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

গত বছর এই বিশ্ববিদ্যালয়ে ৪৬ বছর পড় সমাবর্তন অনুষ্ঠিত হয়। বছর পার হতেই সমাবর্তন অনুষ্ঠানের সময় বিপত্তি। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য জদগেশ কুমার তাদের গণতান্ত্রিক অধিকার কেরে নিচ্ছেন। অন্যায়ভাবে ফি বৃদ্ধিতে মদত দিয়েছেন। সেই কারণে আন্দোলনের ডাক দিয়েছেন তারা।

আজ সোমবার তারা সমাবর্তন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন। যেখানে সমাবর্তন চলছিল, সেই অডিটোরিয়ামের সামনে দীর্ঘ লাইন দিয়ে জড়ো হন তারা। বিশাল পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিশ্ববিদ্যালয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button