আন্তর্জাতিক

জন্মের ৩০ ঘণ্টা পরই করোনাভাইরাস শনাক্ত

চীনে জন্মের ৩০ ঘণ্টা পরই এক নবজাতকের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, যতদূর জানা যাচ্ছে, এটাই সবচেয়ে কম বয়সী করোনাভাইরাস আক্রান্তের রেকর্ড।

২ ফেব্রুয়ারি ভাইরাসটির উপকেন্দ্র উহানে শিশুটি জন্মগ্রহণ করে। বিবিসি।

জন্মদানের আগে শিশুটির মায়ের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। গর্ভে নাকি জন্মের পরে শিশুর দেহে এ রোগ সংক্রামিত হয়েছে- তা স্পষ্ট নয়।

মুষ্টিমেয় কিছু শিশু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট সিনহুয়া জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত করোনাভাইরাসে ৫৬৩ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন।

সিনহুয়া আরো জানিয়েছে, ৩.২৫ কেজি ওজন নিয়ে জন্ম নেয়া নবজাতক শিশুটির অবস্থা স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button