আন্তর্জাতিক

ভারতের সাম্বার লেকে হাজার হাজার মৃত পাখি

অনলাইন ডেস্ক : ভারতের সর্ববৃহৎ অভ্যন্তরীণ লবণাক্ত জলাশয় সাম্বার লেকের তীরে এক হাজারেরও বেশি মৃত পাখি পাওয়া গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন দেশটির ঊর্ধ্বতন এক বন কর্মকর্তা। ব্যাপক হারে পাখি মৃতের এ রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

উত্তর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সাম্বার লেক। লেক তীর ও এর আশপাশে অতিথি পাখিসহ নানা প্রজাতির হাজার হাজার মৃত পাখি পাওয়া গেছে।

পাখিগুলোর মরার কারণ খতিয়ে দেখছে সরকারের বিভিন্ন সংস্থা। এ ব্যাপারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সঞ্জয় কৌশিক বলেন, “আমরা এখনও (মৃত) পাখিগুলো গুনছি। পাখিগুলো লেক জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জীবিত ২০-২৫ টির মতো পাখিকে আমরা চিকিৎসা দিচ্ছি।”

লেক ভ্রমণে যাওয়া পর্যটকদের মাধ্যমে গত রোববার পাখি মৃতের ঘটনাটি প্রথম নজরে আসে। এ ব্যাপারে স্থানীয় পাখি পর্যবেক্ষক অভিনব বৈষ্ণব পিটিআই’কে বলেন, “এমনটা আমরা কখনো দেখিনি।”

সাম্বার লেক অঞ্চলে থাকা ডাউন টু আর্থ ম্যাগাজিনের ফটোগ্রাফার বিকাশ চৌধুরী জানিয়েছেন, মৃত পাখিগুলোর বিস্তৃতি লেকের ১২ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে। মৃত পাখির সংখ্যা বেড়ে ৫০০০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন তিনি।

কয়েক দিন আগে এই অঞ্চলে হওয়া বজ্রপাত পাখিগুলোর মরার কারণ হতে পারে বলে পিটিআইকে জানিয়েছেন বন কর্মকর্তা রাজেন্দ্র জাকার, “আমরা অন্যান্য সম্ভাবনাগুলোও দেখছি। যেমন পানিতে বিষক্রিয়ার উপস্থিতি, ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ।”

আরও পরীক্ষার জন্য বেশ কয়েকটি মৃত পাখি ভূপালের গবেষণাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button