জাতীয়রাজনীতিলিড নিউজ

জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে: জিএম কাদের

রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টির দুর্গ। এই আসনে জাতীয় পার্টির প্রার্থীই বিজয়ী হবেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির বিশাল সমর্থক গোষ্ঠী আছে, তাদের বিভিন্ন ধরনের প্রত্যাশা থাকতে পারে। তবে দলীয় প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করবেন এমন আশাও প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবেই রংপুর-৩ আসনে প্রার্থিতা ঘোষণা করবে। মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। তবে কেউ শৃঙ্খলা নষ্ট করতে চাইলে দলীয়ভাবেই ব্যবস্থা নেয়া হবে। জিএম কাদের আরও বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনের আগেই বিরোধীদলীয় নেতা নির্ধারণ করা হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, রংপুরে বিচ্ছিন্ন দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার সঙ্গে জাতীয় পার্টির কেউ জড়িত নয়। একটি তৃতীয় পক্ষ যদি চক্রান্ত করতে চেষ্টা করে তা সফল হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নাজমা আকতার, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম নুরু, আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সুলতান আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, সুমন আশরাফ, মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান, আবদুস সাত্তার, ঝোটন দত্ত, মামুনুর রহমান।

এদিকে আজ দুপুরে রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন রাহগীর আল মাহি সাদ এরশাদ। এর আগে প্রেসিডিয়াম সদস্য ফখর উজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, পার্টির নির্বাহী সদস্য ড. মেহেজেবুননেছা রহমান টুম্পা মনোনয়ন ফরম গ্রহণ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button