রাজশাহী বিভাগসারাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে ধামইরহাটে ৬ বাংলাদেশি নাগরিক আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত গভির রাতে চকিলাম বিজিবি ক্যাম্প এরিয়ার উত্তর দূর্গাপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়েছে। ধৃতব্যক্তিরা হলেন-উপজেলার দূর্গাপুর গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে মো. সাদিকুর ইসলাম (৩২), মৃত ফজলুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), বুদাই মন্ডলের ছেলে মো. আসলামউল ইসলাম (২৭), ইবরাহিম মন্ডলের ছেলে মো. জুয়েল রানা (৩০) ও ফয়েজ উদ্দিনের ছেলে মো.জাহাঙ্গীর আলম (২৭)। পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাচালানীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় গোপন সংবাদের প্রেক্ষিতে চকিলাম ক্যাম্পের নায়েক সুবেদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে আন্তর্জাতিক সিমানা পিলার ২৫৬/৩-আর এস ৫শ গজ বাংলাদেশের  অভ্যন্তরে মাঠে অভিযান চালায় বিজিবি জোয়ানরা। অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্য  নিয়ে সীমান্তে গমনের সময় বাংলাদেশের ৬ জন নাগরিককে আটক করেন। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা চোরা পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করে। বে-আইনি ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে  শুক্রবার ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩, তারিখ ০৫/০২/২১ ইং। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন জানান-আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুুুপ্রবেশের দায়ে থানায় একটি মামলা দায়ের কারা হয়েছে। মামলার প্রেক্ষিতে ধৃতব্যক্তিদের নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button