রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশ না মানায় জরিমানা

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্বাস্থবিধি না মানায় এবং সরকারী নির্দেশ অমান্য করার দায়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ওই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বিশ্বমহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং নির্ধারিত সময়ের পর জরুরী সেবা ব্যাতিত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্র বিধিনিষেধ জারি করা হয়। কিন্তু সরকারী বিধিনিষেধ অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রেখে বেচাবিক্রি করায় সৈয়দপুর বিরিয়ানী হাউস, সোনালী বেকারীসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই অর্থদন্ড দেওয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট সকলকে সামজিক দুরুত্ব মেনে চলতে এবং মাস্ক ব্যবহারে সতর্ক করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button