আন্তর্জাতিক

নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ৯৪ বছরের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ছিল। যা গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার নর্থ ক্যারোলিনার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে।

এমনকি শক্তিশালী এ ভূ-কম্পন সুদূর ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প। এছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button