আন্তর্জাতিক

‘আইএস দ্বারা প্রভাবিত’ হয়ে মন্ত্রীকে ছুরিকাঘাত

ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী উইরান্তো ছুরিকাঘাতে আহত হয়েছেন। পুলিশ বলছে: হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) দ্বারা প্রভাতি হয়ে মন্ত্রীকে ছুরিকাঘাত করেছে।

এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বিবিসি জানায়: দেশটির বানটেন প্রদেশে গাড়ি থেকে নামার সময় মন্ত্রী উইরান্তোর ওপর হামলা চালানো হয়। এতে সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট প্রার্থী উইরান্তোর পাকস্থলীতে দুটি গভীর ক্ষত সৃষ্টি হয়।

ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান বলেন: হামলার পর উইরোন্তোকে হেলিকপ্টারে করে দ্রুত জাকার্তার হাসপাতালে নেয়া হয়। তবে বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশ বলছে: হামলাকারী আইএস মতবাদে প্রভাবিত হয়েছে।

আর দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান গুনাওয়ান সাংবাদিকদের জানান: তাদের ধারণা অভিযুক্ত হামলাকারী স্থানীয় জামাহ আনশারুত দাওলাহ’র (জেএডি) সদস্য।

আইএস এর সঙ্গেও জেএসডির সংযোগ রয়েছে বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button