রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করবে

-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার টিএমএসএস ফাউন্ডেশন অফিস পরিদর্শন ও মতবিনিময় করেন।
টিএমএসএস’র “মানব সম্পদ ও ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রায়োগিক অনুশাসন সক্রিয়করণ” বিষয়ক কর্মশালায় বক্তৃতায় তিনি বলেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এরইমধ্যে মাস্টার্স পর্যায়ের প্রোগ্রাম পরিচালনা করছে। আগামীতে টিএমএসএস’র সাথে আমরা যৌথভাবে আরোও এমন প্রোগ্রাম হাতে নিতে চাই যেটা কর্মমুখী, গণমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজে অবদান রাখবে। সবার জন্য উন্মুক্ত জীবনব্যাপী শিক্ষা আমরা ছড়িয়ে দিতে চাই। তিনি টিএমএসএস’র কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে বলেন, এই সংস্থা দেশ ও মানুষের উন্নয়নে ভূমিকা রেখে জাতীয়ভাবে উন্নয়নে ভূমিকা রাখছে। এসময় অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর সাথে সফর সঙ্গীগণ উপস্থিতি ছিলেন। এসময় টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম টিএমএসএস’র কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন। উক্ত কর্মশালায় টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button