বিজ্ঞান ও প্রযুক্তি

বৃহস্পতিতে পানির সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

সম্প্রতি নাসার বিজ্ঞানীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচার অ্যাস্ট্রোনমি। যার ফলে এবার সৌরজগতের সর্ববৃহৎ গ্রহটিতেও জীবনধারণের আশার সঞ্চার হচ্ছে। বিজ্ঞানীদের দাবি, গ্যাসে পরিপূর্ণ এই বিশাল গ্রহের বায়ুমণ্ডলে কিঞ্চিৎ পরিমাণে পানির অস্তিত্ব মিলেছে। এর ফলে ভিনগ্রহে প্রাণের বিকাশের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্পেস ডটকম, রেডিট, আর্কিওয়ার্ল্ড ডটকম

বিজ্ঞানীদের মতে, বৃহস্পতিতে হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য অনুঘটকের উপস্থিতিতে চলমান রাসায়নিক বিক্রিয়ার পানি উৎপন্ন হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। গ্রহটির আবহাওয়ায় এমনটা হওয়া সম্ভব নয় বলেও একসময় মনে করতো বিজ্ঞানীদের একাংশ। কিন্তু তাদের সেই ধারণা এবার পাল্টে দিলো নাসার মহাকাশযান ‘জুনো’।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ এবং ২০১৬ সালে দুই দফায় পাঠানো জুনোর তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, এর বায়ুমণ্ডলে অন্তত ০.২৫ শতাংশ পানি রয়েছে। একে বড় ধরণের চমক উল্লেখ করে গবেষক দলের প্রধান স্কট বোল্টন বলেন, ‘আমরা ভাবতেই পারিনি যে এমন একটা বায়ুমণ্ডলের স্তরে স্তরে পানির অস্তিত্ব মিলতে পারে।’ এছাড়া, বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট স্তরের নিচে জমাটবাধা মেঘ থেকে তাপমাত্রার তারতম্যে বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

জুনো মিশনের আরেক বিজ্ঞানী চেং লির মতে, ‘বৃহস্পতির নতুন এই আবিষ্কার শুধু জীবনধারনের সম্ভাবনাকেই উসকে দিচ্ছে তা নয়। বরং এর ফলে মহাজাগতিক বহু রহস্য সমাধানের পথে আরও একধাপ অগ্রগতি হলো।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button