বিজ্ঞান ও প্রযুক্তি

যান্ত্রিক বুদ্ধিদীপ্ত রোবট

সিনেমায় আর্মি মিশনে সৈন্যদের আশ্বস্ত করে যুদ্ধ করতে দেখা যায় বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট। রোবট মানুষ বিহীন একের পর এক টার্গের পূরণ করতে দেখা যায়। আরও দেখা যায় শক্রুদের প্রাচীর সফলভাবে উড়িয়ে দিতে। কখনো দেখা যায় আগুনকুণ্ড থেকে দালানবাড়ি টপকে মানুষকে উদ্ধার করতে। নতুন কাউকে দেখতেই বন্ধুত্বের ভাব জমাতে চাই। এই অসম্ভব কিছু কাজ রোবট করছেই মানুষের পাশাপাশি। আর্মিদের বেশ কিছু কঠিন কাজে শত্রুদের সাথে যুদ্ধ করতে বাস্তবে ব্যাবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট।

ফ্যান্টাসি মনে হলেও আর্মিদের সহায়তা করার জন্যে জর্মানি কোম্পানি রাইন মেটাল মানুষ বিহীন দুর্বোধ্য সব কঠিন মিশন সাকসেস করতে পারবে এমন রোবট তৈরি করেছে। শুধু তাই নয় শক্তুপক্ষ কে কড়া নজরে রেখে রেইনমেটল মিশন মাস্টার যুদ্ধ করে যেতে পারবে অনায়াসে। ট্রান্সপোর্টের কাজেও মিশন মাস্টার আর্মিদের ভারী মালামাল যন্ত্রপাতী গোলাবারুদ বহন করতে পারবে। মিশন মাষ্টার মূলত ইঞ্জিন দ্বারা পরিচালিত রোবট। চার-চার করে মোট আটটি চাকা রয়েছে। ছয়শ কেজি ওজনের যেকোনো বস্তু এটি বহন করতে পারে। মিনি রকেট লাঞ্চার, গ্যানেড সহ নানাভাবে প্রস্তুত থাকে মিশন মাস্টার। সেন্সর সবচেয়ে বড় ভূমিকা রাখে এই যন্ত্র পরিচালনায়। সেসাথে আর্মিদের সুরক্ষার ক্ষেত্রে বিশাল ভূমিকা রয়েছে মিশন মাস্টারের। বনে স্থলে যেকোনো কঠিন পরিবেশে আর্মিদের সাথে এই যান্ত্রিক রোবট বা মিশন মাস্টার সমানতালে কাজ করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button