সারাদেশ

সেনাবাহিনীর টহল: হিলিতে সুনসান নিরবতা বিরাজ করছে

হিলি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, কাঁচামাল, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় ছাড়া সকল দোকান বন্ধ রাখতে বলা হচ্ছে। দিনাজপুরের হিলিতে সুনসান নিরবতা বিরাজ করছে। বাজারের দোকানপাট বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছেন না।

আজ শনিবার সকাল থেকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। সেনা সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার আহব্বান জানাচ্ছেন। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button