আন্তর্জাতিক

মন্ত্রী বহনকারী ইন্ডিগোর বিমানে আগুন

গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন ধরে যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। ওই বিমানে গোয়ার পরিবেশমন্ত্রী নিলেশ কাব্রালসহ ১৮০ জন যাত্রী ছিলেন।

সোমবার বিমানটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর বাম পাশের ইঞ্চিনে আগুন ধরে যায়। পরে বিমানটি দাবোলিম আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের সঙ্গে আলাপে মন্ত্রী নিলেশ কাব্রাল বলেন, স্থানীয় সময় ১টা ১৫ মিনিটের দিকে বিমানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আগুন ধরার পর পরই জরুরি ভিত্তিতে বাম পাশের ইঞ্জিন বন্ধ করে দেন পাইলট। এরপরেই তিনি দ্রুত নিরাপদেই আমাদের নিয়ে গোয়ায় ফিরে যান এবং সেখানেই বিমানটি অবতরণ করে।

একটি সরকারি বৈঠকে অংশ নিতেই ওই বিমানে করে গোয়া থেকে দিল্লি যাচ্ছিলেন মন্ত্রী। তবে অল্পের জন্য তিনিসহ বিমানের সব আরোহী প্রাণে বেঁচে গেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button