শিক্ষাঙ্গন

জাবির রেজিস্টার ভবন অবরোধ

উপাচার্যের অপসারণ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচি শুরু করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ অফিসে ঢুকতে চাইলে আন্দোলনকারীদের বাধার মুখে প্রবেশ করতে না পেরে ফিরে যান।

আন্দোলনকারী জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু  বলেন, আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যসহ কাউকে কোনো দাফতরিক কাজ করতে দেব না।

এর আগে উপাচার্যের অপসারণ দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button