রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে ভোর রাতে সদর উপজেলার সামসুল হকের নিজ বাড়ি থেকে একটি টিভিএস এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি বাইক চুরির ঘটনা ঘটে। উক্ত বাইক চুরির ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। চুরির সন্দেহে গত ৮ জুলাই জলঢাকার উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের মোঃ ফজিদুল (ফরিদুল) ইসলামকে আটক করে ডোমার থানা পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে পার্শবর্তী জেলা লালমনিরহাট পাটগ্রাম উপজেলা থেকে ৪টি চোরাই মোটর সাকেইলসহ টেপুর গাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ এনামুল হক, ভগলগাড়ী এলাকার মৃত বারেক আলীর ছেলে আমির হোসেন, রসুলগঞ্জ এলাকার বুলবুল আহমেদের ছেলে মোশারফ হোসেন মাশুককে আটক করে ডোমার ও জলঢাকা থানা পুলিশ। এ ছাড়া গত ৬ জুলাই সৈয়দপুর উপজেলা বাস টার্মিনালে ভোর রাতে চোরাই মোটর সাইকেল কেনা-বেচার সময় আটক এক চোরের সূত্র ধরে চোরাই মোটর সাইকেল ওই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান গ্রেফতার হওয়া আসামীরা সঙ্গবদ্ধ মোটর সাইকেল চোর। তারা দিনের বেলার মৌসুম ফলের বিক্রেতা সেজে লোকজনের বাড়িতে গিয়ে বাড়ি-ঘর সার্ভে করে সুযোগ মত রাতের অন্ধকারে ঘরের তালা ভেঙ্গে চুরি করত। এছাড়া তিনি আরও জানান, মসজিদে নামাজের সময় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লোকজনের ভিড়ের মধ্যেও তারা মোটর সাইকেল চুরি করে। তারা নিজেরা হেলমেট ব্যবহার করে এবং ভূয়া কাগজপত্র সঙ্গে রাখে যাতে চোরাই মোটর সাইকেল চালিয়ে সহজে পালিয়ে যেতে পারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button