রংপুর বিভাগসারাদেশ

কিস্তির টাকা আদায় করতে গিয়ে ডোমারে ছুরিকাঘাত আহত দুই এনজিও কর্মকর্তা

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কিস্তির টাকা আদায় করতে গিয়ে বখাটের ছুরির আঘাতে দুই এনজিও কর্মকর্তা মারাত্মকভাবে জখম হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের চাকধা পাড়ায় এ ঘটনাটি ঘটে।ঘটনা সূত্রে জানা যায়, আশার নামের বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) একটি গ্রুপের দলনেতা চাকধা পাড়া গ্রামের আফজাল হোসেনের বাড়িতে ঋনের কিস্তির টাকা আদায় করতে যান সিরাজুল ইসলাম ও আলিফ হোসেন নামের দুইজন লোন অফিসার। কিস্তি আদায়ের সময় হঠাৎ করে একই এলাকার জালাল উদ্দিনের বখাটে ছেলে মোস্তাকিন রহমান (৩০) ধারালো ছুরি নিয়ে এনজিও কর্মকর্তা দুইজনকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত দুই জনকে আফজাল হোসেনের স্ত্রী সুফিয়া বেগম এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় স্বস্থ্য কমপ্লেক্সে নেয়া। পরে তাদের অবস্থা আশংকাজনক হলে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button