সারাদেশ

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২৪ মামলায় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর ১৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকান, প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে ২৪টি মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার (ভূমি) কাট্টলী সার্কেল) মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নগরীর কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং, হালিশহর, আকবরশাহ, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, বন্দর, ইপিজেড, পতেঙ্গা, শেরশাহ, চাঁন্দগাও, চকবাজারসহ বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।

তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও নির্ধারিত সময়ের পরও দোকান, প্রতিষ্টান খোলা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে ২৪টি মামলায় ১ লাখ ২৭ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button