সারাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কুড়িগ্রামের পুলিশ প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে জনসচেনতা বাড়াতে অভিযানে নেমেছে কুড়িগ্রামের পুলিশ প্রশাসন।  বুধবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলা শহরের আদর্শ পৌর বাজার, জিয়া বাজার, খলিলগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলে রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়। এছাড়াও হ্যান্ডমাইকে সাধারণ মানুষজনকে ঘরে থাকার আহবান জানানোর পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের তাগিদ দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, দেশব্যাপী করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযাযী আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে। জেলার সকল থানা পুলিশকেও অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button