রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে মাস্ক পরিধানে অনিহা

নীলফামারী জেলা প্রতিনিধি: ইতোমধ্যে নীলফামারীর সৈয়দপুরে কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৬ জনে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমন। বাড়ছে মৃতের সংখ্যাও। তবুও মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ লোকজনই। স্বাস্থ্যবিধি মানতেও নারাজ এক শ্রেণির মানুষ। এতে বাড়ছে সংক্রমণের ঝুকি।
উপজেলার গুরুত্বপূর্ণ কিছু স্থানে অবস্থান নিয়ে দেখা গেছে এক তৃতীয়াংশ মানুষের মুখে মাস্ক নেই। যারা মাস্ক ব্যবহার করছেন তাদের অনেকেই নিয়ম মেনে মাস্ক পরছে না। কেউ কেউ মাস্ক নাকের নিচে নামিয়ে চলাফেরা করছে। মোড়ে মোড়ে অবস্থান করা মানুষ, হাট-বাজার করতে আসা লোকজন এবং চালকদের মধ্যে অসচেতনতা বেশি লক্ষ করা গেছে। এছাড়া বেশ কিছু ভ্যান এবং ব্যাটারি চালিত অটো রিকশায় মাস্কবিহীন গাদাগাদি করে যাত্রী পরিবহন করতেও দেখা গেছে। এ সময় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, জীবিকার তাগিদে প্রতিদনই তাদের বাইরে আসতে হচ্ছে। করোনায় তারা আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। কিন্তু এই প্রচন্ড গরমে সব সময় মাস্ক পরে বাইরে কাজ করা কস্টকর। অটো রিকশা চালক মুন্না জানান,করোনার শুরু থেকেই তিনি নিয়মিত মাস্ক পরেন। কিন্তু বর্তমানে গরমের কারনে সবসময় মাস্ক পারে থাকা যায় না। তাই কিছুটা বিশ্রামের জন্য কখনো নাকের নিচে কিংবা মাস্ক খুলে রাখতে হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button