বিনোদন

থানায় জিডি করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেয়া হচ্ছে। বুধবার দুপুর চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

ফারিয়া বলেন, একের পর এক হুমকির কারণে পল্টন থানায় গিয়ে মঙ্গলবার জিডি করেছি। জিডির নম্বর ১৮৮।

জিডিতে শবনম ফারিয়া অভিযোগ করেন: সাতদিন আগে তিনি তার ফেসবুকে দেখতে পান আজেবাজে মন্তব্য। চারদিন পর মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামের একটি ফেসবুক আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ অনুষ্ঠানের ছবি পোস্ট করে ও তার ফোন নম্বর ফেসবুকে দিয়ে দেয়।

শবনম ফারিয়া বলেন, যার ফলে আমার নম্বরে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে। এছাড়া অন্যান্য ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এ ঘটনার কারণে আমার মান-সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

শবনম ফারিয়া জানান, তার যে নম্বরে কল দিয়ে হুমকি দেয়া হচ্ছে সেটিই তার একমাত্র ফোন নম্বর। পরিবার থেকে শুরু করে মিডিয়ার বন্ধুদের সঙ্গে তিনি এই নম্বরেই কথা বলেন। কিন্তু নম্বরটি পাবলিক হয়ে যাওয়ার ফলে এত বেশি কল আসছে যে তার কাজ করতেই ঝামেলা হচ্ছে। নম্বরটি এত গুরুত্বপূর্ণ যে বদল করাও সম্ভব নয়।

ফারিয়া বলেন, শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে জিডি করেছি।

জনপ্রিয় এই অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বানোয়াট ও আবোলতাবোল পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button