খেলা

ইয়ুর্গেন ক্লপ জিতেছেন ফিফার ‘বর্ষসেরা কোচ’ পুরস্কার

ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় সোমবার দিবাগত রাতে বসে ২০১৯ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং টটেনহামের মাউরিসিও পচেত্তিনোকে হারিয়ে এবারের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্লপ, গার্দিওলা এবং পচেত্তিনো।

গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই তিন কোচ। ২০১৮-১৯ মৌসুমে গার্দিওলা সিটিজেনদের এনে দিয়েছেন টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগ। পচেত্তিনোর অধীনে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে স্পার্সরা।

অন্যদিকে ক্লপের অধীনে ২০০৫ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে লিভারপুল। এছাড়াও প্রিমিয়ার লিগে দ্বিতীয় হয়েছে অল রেডসরা। শিরোপাজয়ী ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান ছিল মাত্র এক পয়েন্টের। কেবল তাই নয়, চেলসিকে হারিয়ে সুপার কাপের শিরোপাও ঘরে তুলে ভার্জিল ফন ডাইক-মোহাম্মদ সালাহরা। যার কারণে ফিফার অন্তর্ভূক্ত দেশগুলোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের ভোট পড়েছে জার্মান কোচ ক্লপের বাক্সে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button