আন্তর্জাতিক

বাঁনরের বাঁদরামিতে কুমারীই থাকতে হচ্ছে যে গ্রামের মেয়েদের

মেয়ের বিয়ে প্রত্যেক বাবা মা-র কাছেই বিশেষ চিন্তা! মেয়ের বিয়ের জন্য এদেশের পরিবারগুলির বিশেষ উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বিহারের ভোজপুরের পরিবারগুলিও এর বাইরে নয়। তবু বিয়ে হচ্ছে না ভোজপুরের কনেদের। এলাকার এই উদ্বেগের কারণ খুবই অদ্ভুত। বাঁনরের উৎপাত!

পটনা শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত ভোজপুর জেলা। এই জেলার রতনপুর গ্রামের অন্যতম সমস্যা বাঁদর। জেলা ও রাজ্যের সংবাদমাধ্যমের খবরে প্রায়ই জায়গা করে নেয় রতনপুরের বাঁনরের উৎপাত। কিন্তু, এরমধ্যেই নজর কেড়েছে বাঁনরের উৎপাতে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে বরযাত্রী এসেছিল রতনপুরে। হইচইয়ের মধ্যেই একদল বাঁনরের আক্রমণের শিকার হন বহু। নিহত হন একাধিক। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এছাড়াও বাঁনরের উৎপাতে স্থানীয়দের সমস্যাও অজানা ছিল না। সব মিলিয়ে রতনপুরে বিয়েই বন্ধ হয়ে গেছে।

গ্রামের এক বাসিন্দা বলেন, কেউ বরযাত্রী নিয়ে আসছে না। আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না। ওরা কুমারী থেকে যাচ্ছে।

এমতাবস্থায় বাঁনরের সমস্যা মেটাতে প্রশাসনের কাছে আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button