রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা ও ইউপি সদস্য খলিলুর রহমানকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমানকে নিজ এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭জুলাই) বিকেলে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে চৌবাড়িয়া এলাকাবাসীর ব্যানারে আয়োজিত জনার্কীণ সংবাদ সম্মেলনে গরিবের নেতা বলে খ্যাত চান্দু মন্ডল এই ঘোষণা দেন। লিখিত বক্তৃতায় তিনি বলেন, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রীজ সংলগ্ন চৌবাড়িয়া মৌজায় মৃত মহির উদ্দীন ফকির নামে এক ব্যক্তি হাট-বাজার বসার জন্য ৪০শতক জমি দানপত্র দলিল করে দেন। বিগত ১৯৭৬ সাল থেকে ওই জায়গা চৌবাড়িয়া জিগাতলা হাট হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে উক্ত পরিমাণ জায়গার মধ্যে প্রায় অর্ধেক অংশই নিচু ও বড় গর্ত থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কিন্তু বর্তমানে হাটে লোকসমাগম বেড়ে যাওয়ায় জায়গার সংকট দেখা দেয়। তাই হাট-বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা ও অনুমতি নিয়ে হাটের দরিদ্র ২৮জন দোকানদার মিলে সাত থেকে আট ফুট নিচু জায়গাটি বালি-মাটি দিয়ে ভরাট করেন। এতে তাদের ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষাধিক টাকা। তাই পরবর্তীতে ওইসব দোকানদাররাই টিন দিয়ে ঘর নির্মাণ শুরু করেছে। একইসঙ্গে হাটটি থেকে রাজস্ব আদায় ও দোকানদের মাঝে স্থায়ীভাবে বরাদ্দ দেয়ার জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার নিকট আবেদনও জানিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জনাব চান্দু মন্ডল অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমানের নেতৃত্বে একটি স্বার্থান্বেষী মহল হাটের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে পজিশন বাণিজ্য করতে না পেরে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া উদ্দেশ্যে হাসিল করতে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে পড়েছে ওই স্বার্থান্বেষী মহলটি। তাই আমার ও এলাকার সাধারণ মানুষদের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছেন। তাছাড়া আগামি ইউপি নির্বাচনে মেম্বার পদে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। তাই অহেতুক হয়রানি করতেই আমাকে ‘ভূমিদস্যু’ আখ্যায়িত করে আমার বিরুদ্ধে সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই আ.লীগ নেতা। সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য উম্মোচন ও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ন্যায় বিচার দাবি করেন তারা। পাশাপাশি এলাকার দরিদ্র মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের হয়রানী করাসহ নানা অপকর্মের হোতা আ.লীগ নেতা খলিলুর রহমানকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে এলাকার সমাজসেবক আলেফ উদ্দীন, আব্দুস সামাদ, চাঁন মিয়া, আলতাফ আলী, আজাহার আলীসহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button