রাজশাহী বিভাগসারাদেশ

রাজশাহীতে শেখ রাসেল দিবসে জনতা ব্যাংকের সাইকেল প্রদান

রাজশাহী প্রতিনিধি: শেখ রাসেল দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে রাজশাহীতে ২০ জন আদিবাসী কিশোরী ছাত্রীকে বাই সাইকেল উপহার দেয়া হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে উপহারের বাই-সাইকেল তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজ জাতীয়ভাবে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জনতা ব্যাংক আদিবাসী কিশোরী ছাত্রীদের বাই-সাইকেল প্রদান করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। স্কুলে যাওয়া-আসার ক্ষেত্রে সাইকেলগুলো তাদের অনেক উপকারে আসবে। অনুষ্ঠানে সিটি মেয়র কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অজিত কুমার পাল, রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও সচিব মো: মশিউর রহমান। এ সময় জনতা ব্যাংক রাজশাহীর জিএম তাপস কুমার মজুমদার, সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো:কামারুজ্জামান, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুনসহ জনতা ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button