রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীর ডিমলায় বন্যায় পানিবন্দি অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা ভেন্ডা মৌজার বন্যায় পানিবন্দি ৭৫০টি পরিবারের মাঝে খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় খাদ্য শস্য (চাল) সামাজিক দুরত্ব বঝায় রেখে আজ ৪ জুলাই শনিবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রতিজনকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়। এ সময় উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়নের চেয়ারম্যান- মোঃ আমিনুর রহমান, ট্যাক অফিসার মাহাবুল আলম সহ অত্র ইউনিয়নের ইউ.পি সদস্য/সদস্যা ও স্থানীয় সুধিজন। উপজেলা নির্বাহী অফিসার চাল বিতরন কালে পানিবন্দি পরিবারকে নিরাপদ স্থানে থাকার জন্য আহব্বান জানান। অপর দিকে জানা যায় তিস্তা নদীর পানির বিপদসীমা ২২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে পুনরায় তিস্তার চরাঞ্চল বন্যা ও নদীভাঙ্গন দেখা দিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button