সারাদেশ

পিসিআর মেশিন স্থাপনের অনুমোদন পেলো টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারিজনিত কারণে বাংলাদেশ সরকার উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়ায় বেসরকারী টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর চাহিদার প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার পিসিআর মেশিন স্থাপনের অনুমোদন পেয়েছে।

এই জন্য টিএমএসএস এর ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য যে, টিএমসি-আরসিএইচ বৈশ্বিক করোনা লকডাউন স্টে হোম সর্ব পর্যায়ে অচল অবস্থাতেও প্রায় ৩০০ এর বেশি ডাক্তার, নার্স অত্যন্ত আন্তরিকতার সহিত কোভিড-১৯ কমপ্লাইন্স প্রটোকল সুশৃঙ্খলভাবে প্রতিপালন করে চব্বিশ ঘন্টা খোলা রেখে আউটডোর, ইনডোর এবং আউটরিচ চিকিৎসা কার্যক্রম করছেন। এই জন্য অত্র হাসপাতালের রোগীগণ আরোগ্য লাভ করছেন এবং সন্তোষ প্রকাশ করছেন।

জানা গেছে যে, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল (টিএমসি-আরসিএইচ) এর বায়ো সেফ্টি ল্যাবস্থ পিসিআর মেশিন দ্বারা পরীক্ষার ক্ষেত্রে তারা সর্বোচ্চ ৩৫০০ টাকা চার্জ গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, অতি শীঘ্রই পিসিআর মেশিনের মাধ্যমে করোনা ভাইরাসজনিত রোগীরা সেবা গ্রহণ করতে পারবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button