জাতীয়

পাপিয়া-মফিজুর দম্পত্তি দুদকের রিমান্ডে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনকে তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিকেলে কাশেমপুর কারাগার থেকে তাদের দুদক প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়৷ এরপর তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজের নেতৃত্বাধীন এক দল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে৷

দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এখান থেকে কি বেরিয়ে আসে, তার ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নিব।

এর আগে গত ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button