জাতীয়সারাদেশ

চট্টগ্রাম থেকে সাড়ে ৫শ কিলোমিটার দূরে ‘বুলবুল’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাড়ে ৫শ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে আবহাওয়া অফিসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে ঘূর্ণিঝড়টির গতিবেগ বৃদ্ধি পেলেও সকাল থেকে চট্টগ্রামের আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

‘বুলবুলের’ অগ্রবর্তী অংশের প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ৬ নম্বর বিপদ সঙ্কেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তবে সকাল থেকে চট্টগ্রামের আবহাওয়া পরিচ্ছন্ন ও দমকা হাওয়ামুক্ত রয়েছে। বৃষ্টি বা বজ্রপাতের কোনো ঘটনা সকাল থেকে চট্টগ্রামের আকাশে পরিলক্ষিত হয়নি।

14Shares

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button