আন্তর্জাতিক

নিজের রায়ই ফিরিয়ে নিল সুপ্রিম কোর্ট, এসসি-এসটি অ্যাক্টে গ্রেফতারের ধারা বহাল

নিজের রায়ই ফিরিয়ে নিল সুপ্রিম কোর্ট। তফশিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে হিংসা সংক্রান্ত বছর দেড়েক আগের রায় প্রত্যাহার করল শীর্ষ আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালের ওই রায়ে তফশিলি জাতি-উপজাতিদের বিরুদ্ধে হিংসায় গ্রেফতারি তুলে দেয় দুই সদস্যের বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার সেই রায় খারিজ করে ওই আইন পুনর্বহাল করার নির্দেশ দিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এখনও তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষ ‘নির্যাতন’ ও ‘বৈষম্যের’ শিকার হচ্ছেন।

ভারতীয় সংবিধানের ১৫ নম্বর ধারা অনুযায়ী তফশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের কেউ নির্যাতন, অত্যাচার বা বঞ্চনার শিকার হলে তা নিয়ে অভিযোগ জানাতে পারতেন এবং ওই আইন অনুযায়ী পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতার বা উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে পারত। কিন্তু এই ধারার অপব্যবহারের অভিযোগ তুলে একটি মামলার প্রেক্ষিতে ২০১৮ সালের ২০ মার্চ সেই ধারা তুলে দেয়। তখন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের যুক্তি ছিল, সমানাধিকার প্রতিষ্ঠা করা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button