সারাদেশ

ধুনটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি.:“জেনে, বুঝে বিদেশ যাই-অর্থ, সম্মান দুটোই পাই” এই স্লোগানে বগুড়ার ধুনটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের তত্বাবধানে ধুনট উপজেলা নিবার্হি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী তারিক, বগুড়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, ইন্সট্রাক্টর রাশেদুল হাসান, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা ভারপাপ্ত কৃষি কর্মকর্তা দিপ্তী রানী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button