বিজ্ঞান ও প্রযুক্তি

পরিবর্তন আসছে গুগল সার্চে

অজানা তথ্য, ভূল বাক্য বা বানান যেকোনো কিছু মনে হলেই প্রত্যেকে গুগলে সার্চ করতে অভ্যস্থ। যার কারণে সার্চের কথা মনে আসতেই  যে নামটি মনে আসে সেটি হলো গুগল। এভাবেই গুগল বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনে পরিণত হয়।

সার্চ অ্যালগরিদমে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে গুগল। এর ফলে গুগলে কি-ওয়ার্ডের বদলে বড় প্রশ্ন করলেও সঠিক উত্তর ও তথ্য পাওয়া যাবে।

গুগলের দাবি, এই আপডেটের ফলে প্রতি ১০টি সার্চ রেজাল্টের মধ্যে অন্তত একটি প্রাসঙ্গিক হবে। প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষাতেই আপডেটটি পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ভাষার জন্যও সুবিধাটি আনবে প্রতিষ্ঠানটি।

মেশিন লার্নিংভিত্তিক ভাষা শনাক্তকরণের কৌশলের মাধ্যমে আপডেটটি আনা হয়েছে। কৌশলটির নাম দেয়া হয়েছে ‘বিডাইরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশনস ফ্রম ট্রান্সফরমেশনস’ (বিইআরটি)। এখন থেকে বিইআরটি এর মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতি ওয়ার্ড সমন্বয় করে সার্চ রেজাল্ট দেখাবে গুগল

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button